শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০১:১৯ পূর্বাহ্ন
মোঃ শামীম বিশ্বাস।। গতকাল ৩১ শে মার্চ বুধবার রাত ১০•২০ মিনিটের সময় রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল মেম্বার নিজ বাড়ীর সামনে থেকে গুলিবিদ্ধ হয়ে গুরুত্ব আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা -খুলনা মহাসড়ক থেকে একটু এগিয়ে তার নিজ বাড়ীর সামনে এঘটনা ঘটে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের গেটের পাশে দোকান থেকে চা খেয়ে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল যোগে সস্ত্রাসীরা আতর্কিত ভাবে তাকে উদ্দেশ্য করে গুলি করেটি পেটের এক পাশে বিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটে পরেন। স্হানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে সস্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় স্হানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান এবং অবস্থা গুরুত্ব হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করা হয়। এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোঘ জানান, পেটের বামপাশে একটি ক্ষত চিহ্ন রয়েছে।আর কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রচুর রক্তক্ষরন হওয়ায় ও ভিতরে কোনো গুলি রয়েছে কিনা সেজন্য উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।