শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০২:১৭ পূর্বাহ্ন
মোঃ শামীম বিশ্বাস।।
আজ ১৮ ই মার্চ বৃহস্পতিবার রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট খানকাপাক শরীকের সামনে দুপুরে সাংবাদিকের একটি বাজাজ কোম্পানির লাল রঙের ১৫০ সি সি র মোটরসাইকেল চুরি হয়েছে। ওই সাংবাদিকের নাম আক্তারুজ্জামান মৃধা। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি ও গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। আক্তারুজ্জামান মৃধা মুঠোফোনে জানান, আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে দৌলতদিয়া মেদেনীপুর খানকাপাক শরীফের সামনে মোটরসাইকেলটির গেট লক করে পাশের বাড়ী একটি অনুষ্ঠানে শরীক হন। পৌনে তিন টার দিকে শেষ করে ফিরে দেখেন তার লাল রঙের পালসার মোটরসাইকেল টি ( রাজবাড়ী ল-১১-০৮২৬) নেই। এই বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ বিষয় টি সম্পর্কে স্হানীয় ভাবে খোঁজ নিচ্ছেন।