শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০২:৩৫ পূর্বাহ্ন
রাজবাড়ী জেলার ভিন্নধারার ও সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী টেলিগ্রাফের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ০১ মার্চ রোববার সকাল ১১ টায় রাজবাড়ী টেলিগ্রাফ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
রাজবাড়ী টেলিগ্রাফ এর সহ সম্পাদক জহুরুল ইসলাম হালিম এর সভাপতিত্বে, রাজবাড়ী মেইলের স্টাফ রিপোর্টার জীবন চক্রবর্তীর সঞ্চালনায় রাজবাড়ী টেলিগ্রাফ’র সম্পাদক ও প্রকাশক গাজী সাইফুল ইসলামের লিখিত বক্তব্য পাঠ করে শোনান জীবন চক্রবর্তী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, গোয়ালন্দ পৌরশহরের নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, আক্তাউজ্জামান রনি নির্বাহী সম্পাদক রাজবাড়ী টেলিগ্রাফ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, ৯ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. নাসিরুদ্দিন রনি, কালেরকন্ঠ পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি গনেশ পাল, প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদ রায়হান, বাংলানিউজ২৪.কম এর স্টাফ রিপোর্টার শাহেদ আলী ইরশাদ প্রমূখ।