রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩৩ পূর্বাহ্ন
মোঃ শামীম বিশ্বাস :-
আজ বুধবার দুপুর ১ টার দিকে ধামরাইয়ে যাত্রী বাহী সেলফী পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দিলে এই দুঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ৩০ জন যাত্রী। তবে চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। ধামরাই উপজেলা ঢাকা আরিচা মহাসড়কের কেলিয়া ভয়াডুবি ব্রীজের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী সেলফী পরিবহন ( ঢাকা মেট্রো -0-১১-৩২২৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। ঐ পরিবহনের চালক সুরুজ মিয়া ( ৩৮) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স থেকে রেফাড করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাবনা সুজানগর থানার উনাইল আলী ( ৬০), রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলা দেবগ্রাম পিয়ার আলী মোড়ে লাভলু শেখ (৩৫), জহিরুল মন্ডল ( ৩৬), সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার চমমিয়া গ্রামে হাফিজুর ইসলাম সহ প্রায় ৩০ জন আহত হয়েছে। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স এর অর্থ পেডিক্স ডাঃ হাবিবুর রহমান বলেন সেলফী পরিবহনের চালক সুরুজ মিয়ার অবস্থা আশঙ্কা জনক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্হানান্তর করা হয়েছে।