বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৪:৩৯ অপরাহ্ন
সীমন্ত বার্তা, অনলাইন ডেস্ক:-
বহুল প্রচলিত দৈনিক জনতার আদালত পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জনতার আদালত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও কৃতি সাংবাদিক সম্মাননার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। কৃষিবিদ সমীর চন্দ্র, সভাপতি, বাংলাদেশ কৃষকলীগ, কেন্দ্রীয় কমিটি। এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট, উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ, কেন্দ্রীয় কমিটি। স.ম. গোলাম কিবরিয়া মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়। সাজ্জাদ আলম খান তপু, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জনতার আদালত এমন একটি পত্রিকা যার নামটি শুনলেই যে কোন মানুষের মনে জায়গা করে নিবে। তিনি আরো বলেন আমি আশা করব এই জনতার আদালত পত্রিকাটি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাবে এবং সত্য খবর তুলে ধরে মানুষের মনে জায়গা করে নিবে। তিনি দৈনিক জনতার আদালত পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। কৃষিবিদ সমীর চন্দ্র বলেন জনতার আদালত পত্রিকাটি আজ দশম বর্ষে পদার্পণ করেছে আমি এর সফলতা কামনা করছি সেই সাথে এই পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য।এই পত্রিকাটি যাতে দেশের নির্যাতিত মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন তার বক্তব্যে তিনি এই কথাটি বলেন। এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন জনতার আদালত পত্রিকাটি সারা বাংলাদেশের কৃষকদের কথা বলবে কৃষকদের দুর্দশার কথা তুলে ধরবেন। দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক তিনি বলেন এই জনতার আদালত পত্রিকাটি গড়ে তুলতে আমার অনেক পরিশ্রম হয়েছে।আমি কত সাধনার মাধ্যমে জনতার আদালত পত্রিকাটি আজ এই পর্যন্ত আনতে পেরেছি। আপনারা সবাই দোয়া করবেন আগামীতে এর চেয়ে বড় অনুষ্ঠানের মাধ্যমে জনতার আদালত পত্রিকা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। কেক কাটার মাধ্যমে জনতার আদালত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি শেষ করা হয়।