বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৫:০৭ অপরাহ্ন
কামরুজ্জামান কামরুল, বালিয়াকান্দি প্রতিনিধি (রাজবাড়ী)
সম্প্রতি কুষ্টিয়ায় নির্মিতব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজবাড়ীর বাালিয়াকান্দিতে উপজেলা আওয়ামীলীগ এর আয়োজ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে জড়িতদের শাস্তির দাবিতে বালিয়াকা ন্দিতে বিক্ষোভ ও প্রতি নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল সাড়ে ৩ টায় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ থেকে বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর নেতাকর্মীরা মিছিল নিয়ে বালিয়াকান্দির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি চোরাস্তার মোর এ জমায়েত হন।
উক্ত সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান মোল্লা এবং সাধারণ সম্পাদক সামসুল আলম সুফি। এছারাও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,যুগ্ন সাধারণ সম্পাদক এহ্সানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন অন্যান্য নেতৃবৃন্দ ও সকল সহযোগী সঙ্গঠন এর নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর আরশি হারুন।
সমাবেশে বক্তারা সন্ত্রাসী মৌলবাদীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান করেন এবং অপরাধীদের শাস্তির দাবি যানান।