রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:১২ পূর্বাহ্ন
সীমান্ত বার্তা বিনোদন ডেস্ক :-
প্রতিভাবান অভিনেতা ও নির্মাতা অছিউজ্জামান মুরাদ প্রায় দুই বছর আগে অভিনয় জগতে তার প্রতিভার স্বাক্ষর রাখেন এই তরুন অভিনেতা।
শুরু থেকেই তার খুব ইচ্ছা ছিলো যে নিজে গল্প তৈরী করে এবং পরিচালনা করবেন। সেই স্বপ্ন টা পুরন করতে,তিনি একটি শর্ট ফিল্ম তৈরী করেছেন আর তার নাম দেন বন্ধু। বন্ধু নাম দিওয়ার কারন জানতে চাইলে এই তরুন প্রজন্মের অভিনেতা ও নির্মাতা বলেন, বন্ধু শব্দ টা ছোট কিন্তু এর আকার বিশাল তাই আমি বাংলাদেশের মানুষ কে বুঝাতে চেয়েছি এ গল্পের মাধ্যে যে বন্ধু কেমন হওয়ার উচিত। আর নাদিম মাহমুদ নয়ন এর সহযোগিতায় আমার স্বপ্নের শর্ট ফিল্ম তৈরী করতে পেরেছি তার নাম হল বন্ধু, দিন রাত পরিশ্রাম করেছে আমার সকল টিম মেম্বার তাদের সহযোগিতায় অবশেষে কাজটি সমর্পুন হয় এবং অফিসিয়াল ট্রেইলার বের হয়েছে Bangol Tiger Media ইউটিউব চ্যানেলে এবং আগামী রবিবার সন্ধায় ফুল মুভি টা মুক্তি পাবে আমার ব্যাক্তিগত ইউটিউব চ্যানেল এ আশা করি দেশ বাসির কাছে গল্পটি ভাল লাগবে সবাই আমার জন্য ও আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন সামনে যাতে আপনাদের আরো ভাল কাজ উপহার দিতে পারি।
অভিনয় করেছেন অছিউজ্জমান মুরাদ, অজান্তা,কাউছার শিকদার, কবির,ইব্রাহিম আহামেদ, শাওন আহামেদ আরু অনেকই, সার্বিক সহযোগিতা করেছেন মোঃ নাদিম মাহামুদ নয়ন সূটিং স্থান, ঘোড়াশাল নরসিংহ ও গাজীপুর ও কালিগন্জ।