রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০১:১৫ পূর্বাহ্ন
সবুজ সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ১১ পিচ ইয়াবাসহ কুতুব উদ্দিন (২৫)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সে বালিয়াকান্দি উপজেলা সদরের দূর্গাবর্তী গ্রামের অলিউল্লাহের ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ফাইজুর খান, এসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স ১১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কুতুব উদ্দিনকে গ্রেফতার করে।
এসআই মোঃ ফাইজুর খান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।