সোমবার, ০৮ মার্চ ২০২১, ১২:০৬ অপরাহ্ন
সবুজ সিকদার,(রাজবাড়ী)প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মাধ্যমিক, এবতেদায়ী ও দাখিল পর্যায়ের ছাত্র-ছাত্র দের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীরা নতুন পাঠ্যপুস্তক পেয়ে আনন্দ উল্লাস করে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, একাডেমিক সুপারভাইজার মোঃ মিয়াদ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রুমা আফরোজ তুলি, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যা, সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, বালিয়াকান্দি দাখিল মাদরাসার সুপার মোঃ কামরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহিত করতে বছরের প্রথম দিনে বিনামূল্যে বই তাদের হাতে পৌছে দিচ্ছে। তোমরা বই পেয়েছো। ভালো করে পড়া লেখা করবে। মানুষের মত মানুষ হবে। আমার মত একদিন তোমরাও ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিবে।
এছাড়াও সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া জাহান বলেন, বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুইব আনন্দ লাগছে।
বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী কাজী জিম বলেন, নতুন বইয়ের ঘ্রাণ আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে। বছরের প্রথমদিনে নতুন বইয়ের ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার জানান, উপজেলার মাধ্যমিক পর্যায়ে ২লক্ষ ৩০ হাজার ৬শো ১০, এবতেদায়ী পর্যায়ে ১৩ হাজার ৯শো ৭৮ ও দাখিল পর্যায়ে ৩৫ হাজার ৩শো ৫২জনসহ মোট ২ লক্ষ ৮৯ হাজার ৯শো ৪০টি বই বিতরণ করা হয়েছে।
এদিকে প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণীর ২৩ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে নতুন বই বিতরণ করা হয়।
অপর দিকে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বালিয়াকান্দি উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১হাজার ৩ শো ২০টি বই ও অন্যান্য উপকরণ বিতরণ করেন উপজেলা মনিটরিং কমিটির সদস্য ও বালিয়াকান্দি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রঘুনন্দন সিকদার।