সোমবার, ০৮ মার্চ ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন
সবুজ সিকদার,(রাজবাড়ী)প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দির আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে এমপি জিল্লুল হাকিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পুরাতন ভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এমএ হান্নান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, সাধারন সম্পাদক সামছুল আলম সুফি মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, এহসানুল হাকিম সাধন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সনজিৎ রায়, মতিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির বক্তব্য রাখেন প্রমূখ।
মোঃ জিল্লুল হাকিম আগামী ১৮ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। তিনি সম্মেলনকে সফল করতে নেতা কর্মিদের দিক নির্দেশনা দিয়ে ঐক্য বদ্ধভাবে কাজ করার আহবান জানান।