সোমবার, ০৮ মার্চ ২০২১, ১২:১৪ অপরাহ্ন
সবুজ সিকদার,(রাজবাড়ী)প্রতিনিধি :-
লবনের মূল্য বৃদ্ধির গুজব প্রতিরোধে বালিয়াকান্দি বাজার তদারকি করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাজারের বিভিন্ন মুদি দোকান তদারকি করেন এবং ব্যবসায়ীসহ সাধারন ক্রেতাদের সাথে লবন মূল্য নিয়ে কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, একটি কুচক্র মহল লবন এবং পিঁয়াজের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়েছে। প্রশাসন এবং বাজার বনিক সমিতির পক্ষ থেকে গুজব প্রতিরোধে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে। আপনারা গুজবে কান দিবেননা।
বাজার তদারকির সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রবিউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেন, আমার বাড়ী আমার খামার কর্মকর্তা বিধান কুমার দাস, অবঃপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ বাশার খান, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মোঃ বদরুল আলম উপস্থিত ছিলেন।
অপর দিকে বালিয়াকান্দি থানা পুলিশ উপজেলার বিভিন্ন বাজার থেকে লবনের মূল্য বেশী বিক্রির দায়ে ৭ জন ব্যবসায়ীকে আটক করেছে।