সোমবার, ০৮ মার্চ ২০২১, ১২:১৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিরল রোগে আক্রান্ত দরিদ্র পরিবারে সাড়ে তিন বছরের শিশু কন্যা তাসফিয়া জাহান মুনিরাকে এবং অপরদিকে মাথায় পানি ধরে দিন দিন মাথা বড় হয়ে যাওয়া আরেকজন ৫ মাসের শিশু কন্যা জিসানকে বাঁচাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে জিসানকে ১০হাজার ও তাসফিয়াকে ১৫ হাজ্জার টাকা নগদ প্রদান করেছেন নাচোল উপজেলা পরিষদ।
আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে তাসফিয়া জাহান মুনিরার বাসায় গিয়ে তার বাবার হাতে ১৫ হাজার টাকা এবং অপরদিকে ১০টার সময় উপজেলা চেয়ারম্যান এর কার্যালযয়ে চেয়ারম্যান আব্দুল কাদের জিসানকে ১০ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব।
তাসফিয়ার পিতা দিনমজুর মাসুদুজ্জামান মামুন, বাড়ি নাচোল বনবিভাগের পাশে গোডাউন পাড়া। শিশু তাসফিয়া জন্মের পর থেকেই তার সর্ব শরীর লম্বা লম্বা পশমে আবৃত। আরেকজন জিসানের পিতা দিনমজুর আব্দুল আহাদ, বাড়ি ১ং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শে।
শিশু জিসানের বয়স ৫ মাস, জন্মের ২মাস পর থেকে তার মাথার আকার বড় হতে থাকে। কয়েকদিন আগে রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসা করার জন্য নিয়ে গেলে ডাঃ দেখার পর পরামর্শ দেন জিসানের মাথায় পানি জমে গিয়েছে। কিছুদিনের মধ্যেই অপারেশন না করলে সে মারা যেতে পারে।