শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫৫ অপরাহ্ন
যুগের সময় নিজেস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা নয়ামাটি এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেদোয়ান আহম্মেদ নিনাদ’র সহযোগীতায়, মাদক বিক্রি করার সময় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মাদকসহ পুলিশে দিয়েছেন।
রবিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ ঘটিকার সময় পাগলা উচ্চ-বিদ্যালয় সংলগ্ন বারেক মিয়ার বাড়ীর সামনে থেকে মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় এলাকাবাসী।
ধৃত মাদক ব্যবসায়ী মৃত ইউনুস হাওলাদারের ছেলে শাহাবউদ্দিন ওরফে কাক্কু, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে, পাগলা নন্দলালপুর, নয়ামাটি, চিতাশাল, নুরবাগ এলাকায় পুলিশের চোখকে ফাকি দিয়ে মাদক ব্যবসা করছেন বলেও একাধিক সুত্রে জানাযায়।
স্থায়ী সুত্রে জানাযায়, মাদক বিক্রির সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাবুদ্দিন নামে এক মাদক ব্যাবসায়ী কে নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেদোয়ান আহম্মেদ নিনাদের সহোযোগিতায় স্থানীয় লোকজন আটক করে। পরে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলিগ এর সভাপতি জসিম উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ফতুল্লা থানা পুলিশের এস আই সাইয়েদুল এর নিকট সোর্পদ করা হয়।এসময় সকলের সামনে মাদক ব্যাবসায়ী শাহবুদ্দিন তার অপকর্মের কথা স্বিকার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) সায়েদুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দৈনিক যুগের সময় ডটকমকে জানান, পাগলা স্কুল সংলগ্ন এলাকায় মাদক বিক্রি করার সময়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নিনাদ ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজ্বী জসিম উদ্দিন এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় শাহাবউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে রাখেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে শাহাবউদ্দিনকে মাদকসহ গ্রেফতার করি। গ্রেফতারকৃত শাহাবউদ্দিনের বিরুদ্ধে মামলা পক্রিয়া চলছে।